• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:৩৮ এএম
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

পশ্চিমারা রাশিয়ার তেল নিষেধাজ্ঞা দিলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে মস্কো। রাশিয়ার তেল নিষেধাজ্ঞায় রাখার ব্যাপারে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎপরতার পরিপ্রেক্ষিতে এ হুমকি দিল রাশিয়া।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার তেল প্রত্যাখ্যান বৈশ্বিক বাজারে মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসতে পারে।

রাশিয়ার তেলের ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলে মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ৩০০ ডলারে উঠে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন নোভাক।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে নোভাক বলেছেন, “ইউরোপের বাজারে রাশিয়ার তেলের বিকল্প দ্রুত খুঁজে পাওয়া অসম্ভব। মানানসই সিদ্ধান্ত নেওয়ার সব ধরনের অধিকার আমাদের রয়েছে এবং নর্ড স্টিম ১ গ্যাস পাইপলাইন দিয়ে গ্যাস পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।”

বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদক রাশিয়া। বিশ্বে অপরিশোধিত তেলের দ্বিতীয় শীর্ষ উৎপাদক দেশটি। ইউরোপীয় ইউনিয়ন তাদের ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে নেয়।

Link copied!